যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি অস্থিতিশীল করছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, আল-বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী দেশের নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে সুরক্ষিত অবকাঠামোর ওপর বিমান হামলা, যেমন স্কুল, বাজার এবং হাসপাতাল।
বিবৃতিতে আরও বলা হয়, সুদানের সেনাবাহিনী মানবিক সহায়তার প্রবেশাধিকারের নিয়মিত ও ইচ্ছাকৃত অস্বীকৃতির জন্য দায়ী। খাদ্য সংকটকে যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে।
এর আগে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতা মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ১৮ মাসেরও বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত রয়েছে, যা একটি মানবিক সংকট সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার মুখোমুখি হচ্ছে। সুদানের সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে ২০২৩ সালের এপ্রিলে এই যুদ্ধ শুরু হয়।
এতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। ১ কোটি ২০ লাখ সুদানিজ বাস্তুচ্যুত হয়েছে। ব্যাপকভাবে দুর্ভিক্ষের সূচনা হয়েছে।
সূত্র : আলজাজিরা
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :