ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতি অনুমোদিত হওয়ার পর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং আশা করা হচ্ছে, জিম্মিদের মুক্তির মধ্য দিয়ে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলা লড়াইয়ের অবসান ঘটল। যেখানে ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ২৩ লাখ মানুষ।
ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিরিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে। কারণ গাজায় ইসরায়েলি হামলার ফলে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়েছে এ যুদ্ধে ইরানের প্রক্সি বাহিনী জড়িয়ে পড়ে। যার মধ্যে ছিল লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী।
এদিকে শুক্রবারও গাজায় ব্যাপকভাবে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ৫৮ জন নারী ও শিশুসহ ১০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও বুধবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :