AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা, সাংবাদিককে বের করে দিলেন ব্লিঙ্কেন (ভিডিও)


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৩ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৫
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা, সাংবাদিককে বের করে দিলেন ব্লিঙ্কেন (ভিডিও)

বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের সমালোচনা করার পর, এক সাংবাদিককে হেনস্তা করে ব্রিফিং রুম থেকে বের করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, স্যাম হুসেইনি নামের ওই সাংবাদিক গাজা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার সময়, তিনি বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করেন। এর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে টেনে হিচড়ে রুম থেকে বের করে দেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে গাজা ইস্যুতে প্রশ্ন তোলার পর, সাংবাদিক স্যাম হুসেইনিকে নিরাপত্তা বাহিনী জোর করে বের করে নিয়ে যায়। এসময় তিনি বারবার নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন যেন তাকে স্পর্শ না করা হয়, কিন্তু তারা তার কথা না শুনে তাকে রুম থেকে বের করে নেয়। এর কিছুক্ষণ পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সাংবাদিক স্যাম হুসেইনি বলেন, ‘আমি এখানে চুপচাপ বসে ছিলাম। আমাকে দু-তিনজন লোক হেনস্তা করে। আপনি মুক্ত সংবাদপত্র, মুক্ত গণমাধ্যমের কথা বলেন। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। তিনি আমার প্রশ্নের উত্তর দেবেন না বলার পরে আমি প্রশ্ন তুলেছি।’

এক পর্যায়ে স্যামকে বারবার নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ব্লিঙ্কেন। জবাবে অবজ্ঞার সুরে ওই সাংবাদিক বলেন, ‘অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরাইল গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলছে।’

স্যাম হুসেইনি আরও বলেন, অপরাধী। আপনি হেগে নেই কেন?

শান্তিচুক্তি আগে থেকেই থাকলে গাজায় যুক্তরাষ্ট্র কেন বোমাবর্ষণ করতে দিলো সে প্রশ্ন তোলেন ম্যাক্স ব্লুমেন্থাল নামের আরেক সাংবাদিক।

তোপের মুখে ব্লিনকেন বলেন, যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে কি না, তা নিয়ে বহু মামলার তদন্তে নেমেছে ইসরাইল। তাদের নিজেস্ব প্রক্রিয়া আছে, আইন আছে জানিয়ে ইসরাইলের সাফাই গান ব্লিঙ্কেন।

এদিকে বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। এক সংবাদসম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেয়ার পাশাপাশি গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।

একইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন।
 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!