যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রথমে আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। পরে টিকটকের পরিচালনাকারীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছে। খবর স্কাই নিউজ।
গত বছরের এপ্রিলে মার্কিন আইনপ্রণেতারা টিকটক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল যে, চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তারা সিদ্ধান্ত নেন যে, ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। তবে, প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।
আদালত তার রায়ে উল্লেখ করেছেন যে, টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাকস্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক নয়।
বিশেষজ্ঞরা মনে করেন, যাদের ডিভাইসে ইতোমধ্যে টিকটক ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। তবে নিষেধাজ্ঞার ফলে নতুন করে কেউ অ্যাপটি ডাউনলোড বা আপডেট করতে পারবেন না। এর ফলে ধীরে ধীরে অ্যাপটি অকার্যকর হয়ে যাবে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না তারা। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন যুক্তরাষ্ট্রে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :