চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। বেইজিং থেকে এএফপি চীনা রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সিসিটিভি জানিয়েছে, `১৭ জানুয়ারির সন্ধ্যায়` এ ফোনলাপ হয়।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের `ভালো সূচন` আশা করেন।সিসিটিভির বরাত দিয়ে এএফপি বলেছে, শি বলেছেন `আমরা দুজনেই পারস্পরিক পারস্পরিক কার্যক্রমের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করি এবং আশা করি যে, নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি ভালো সূচনা করব।`
এদিকে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপের কথা উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক জোরদার সম্পর্ক গড়ে তুলবেন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বলেছেন, `এই ফোনালাপটি চীন ও যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভালো ছিল।`
ডিনি বলেন, `এটি আমার প্রত্যাশা যে আমরা একসঙ্গে অনেক সমস্যা সমাধান করব, এবং তা অবিলম্বে শুরু হবে। আমরা বাণিজ্য ভারসাম্য, ফেন্টানাইল, টিকটক এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।`
তিনি আরও বলেন, `প্রেসিডেন্ট শি এবং আমি পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করতে যা কিছু সম্ভব, তা করব!`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :