AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরজি কর মামলার রায় আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
আরজি কর মামলার রায় আজ

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যা মামলার রায় আজ। গত ৯ আগস্ট হাসপাতালটির ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয় তার বিভৎস মৃতদেহ। হত্যার আগে দলবেঁধে ধর্ষণও করা হয়েছিল তরুণী চিকিৎসককে।

আজ সেই মামলায় রায়দেবে পশ্চিমবঙ্গের শিয়ায়লদা আদালত। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল।

আরজি কর মামলার রায় ঘোষণার আগে শনিবার দুপুরে শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা। জমায়েতে থাকবে নার্সদের সংগঠনও। শনিবার বেলা ১টার পর থেকেই শিয়ালদহে জমায়েত শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

শনিবার শিয়ালদহে জমায়েতের ডাক দিয়েছে ডাক্তার এবং নার্সদের মোট চারটি সংগঠন। মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্‌‌স ফোরাম, নার্সেস ইউনিটির জমায়েত রয়েছে বেলা ১টা থেকে। এ ছাড়া, দুপুর ২টো থেকে শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্‌‌স ফ্রন্ট (জেডিএফ)। উভয় সংগঠনই সাধারণ মানুষকে জমায়েতে আহ্বান জানিয়েছে।

গত ৯ অগস্ট আরজি করের চারতলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই কর্মবিরতির পথে হেঁটেছিলেন জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনে প্রথম থেকেই জেডিএফ সক্রিয় ভূমিকা নিয়েছে। বিচার এবং স্বাস্থ্য পরিকাঠামোয় সংস্কারের দাবিতে জেডিএফের প্রতিনিধিরা অনশনেও বসেছিলেন। আরজি কর পর্বে তাঁদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ পথে নেমেছেন।

শনিবার দুপুর আড়াইটে নাগাদ শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে। সেখানেই আরজি কর মামলার রায় ঘোষণা হওয়ার কথা। এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। তবে নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনা এক জনের পক্ষে সম্ভব নয়। আরও কেউ এর সঙ্গে জড়িত। আরও নিখুঁত তদন্তের দাবি জানিয়েছে তারা। জুনিয়র ডাক্তারদের একাংশের মতে, সিভিককে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। নেপথ্যে বড় মাথা রয়েছে। যাবতীয় বিতর্কের মাঝেই শনিবার রায় ঘোষিত হবে। তার আগে আদালত চত্বরের নিরাপত্তাও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!