AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলোচিত আরজি কর মামলার রায় আজ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩০ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
আলোচিত আরজি কর মামলার রায় আজ

কলকাতার চাঞ্চল্যকর আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় শনিবার (১৮ জানুয়ারি) ঘোষণা করা হবে। আজ দুপুরে শিয়ালদহ আদালতে এ রায় দেওয়া হবে। এ খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুরে বিচারক অনির্বাণ দাস কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করবেন। এই মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে, যার মধ্যে রয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা, কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন ভোরে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে কলকাতার সল্টলেকের পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেপ্তার করে। সিবিআই এই হত্যা মামলার তদন্তে নেমে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। বলেছে, বহু প্রমাণ লোপাট করা হয়েছে। সিবিআই হাসপাতালের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। তাদের বিরুদ্ধে অভিযোগ তথ্যপ্রমাণ লোপাটের।  

এই ধর্ষণ ও খুনের কথা প্রকাশ্যে এলে রাজ্যব্যাপী শুরু হয় প্রতিবাদের ঝড়। সেই প্রতিবাদের ঝড় রাজ্য ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!