ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটান। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।
বিচার বিভাগ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করছিলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "নিহত দুই বিচারপতি জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী অপরাধ মোকাবিলায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করছিলেন। তারা ছিলেন সাহসী ও অভিজ্ঞ বিচারক।" তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র : রয়টার্স
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :