বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগী সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ তিনজন কূটনীতিককে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন।
মার্শা বার্নিকাট ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রয়টার্সকে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুইজন কর্মকর্তা জানিয়েছেন, সামনের দিনগুলোতে কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে এই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
পদত্যাগের জন্য পরামর্শ পাওয়া কূটনীতিকদের মধ্যে মার্শা বার্নিকাট ছাড়াও রয়েছেন ডেরেক হোগান এবং আলেইনা তেপলিৎজ।
সাধারণত আমেরিকায় নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা নিজেরাই পদত্যাগ করে থাকেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ক্ষেত্রে এমনটা সচরাচর হয়না। তারা নতুন প্রশাসনের সঙ্গেই দায়িত্ব পালন অব্যাহত রাখেন। পদত্যাগ করতে বলা তিন কর্মকর্তাই ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসনের সঙ্গে কাজ করেছেন।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়েই তিনি বলেছিলেন, দায়িত্ব নেওয়ার পর অনুগত নয় এমন কূটনীতিকদের চাকুরিচ্যুত করার মাধ্যমে ডিপ স্টেটের পতন ঘটাবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ সংক্রান্ত অন্তর্বর্তী দলের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জাতি ও আমেরিকার কর্মজীবী নারী–পুরুষকে অগ্রাধিকার দেওয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা পোষণ করেন এমন কর্মকর্তাদের খুঁজে বের করতে অন্তর্বর্তী দলের পক্ষ থেকে চেষ্টা করাটা খুবই স্বাভাবিক।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার পরিকল্পনা তাদের নেই। পদত্যাগ করতে বলা তিন কর্মকর্তার কেউই মন্তব্য করতে রাজি হননি।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :