রোহিঙ্গা গণহত্যা অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর পর এবার আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্ত করার পরিকল্পনা জানিয়েছে জাতিসংঘ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার (আইআইএমএম) প্রধান নিকোলাস কৌমিজিয়ান।
নিকোলাস কৌমিজিয়ান সাংবাদিকদের জানান, “২০১১ সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করে চলেছে, তা জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। আমরা এর প্রমাণ সংগ্রহ করছি এবং বাংলাদেশ আমাদের সহায়তা প্রদান করছে।”
তিনি আরও বলেন, "মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আমরা মিয়ানমারকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, অপরাধের প্রমাণ সংগ্রহ হচ্ছে এবং একদিন অপরাধীদের বিচারপ্রক্রিয়ার আওতায় আনা হবে।"
নিকোলাস কৌমিজিয়ান বলেন, ‘মিয়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ড এখন অনেক বেড়েছে। মিলিটারি বোমা ফেলছে, অন্যরাও মানবতাবিরোধী অপরাধ করছে৷’
সশস্ত্র বাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাদের ফেরত পাঠাতে দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সই হলেও এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো যায়নি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :