AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিরোপার দৌড়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৫ এএম, ২০ জানুয়ারি, ২০২৫
শিরোপার দৌড়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

এক দিন আগেই বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ দুই দলই হোঁচট খেয়েছে। লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে নেয়ার জন্য প্রতিপক্ষ হিসেবে লাস পালমাস খুব একটা বড় হুমকি ছিল না রিয়ালের সামনে। কিন্তু এই দুর্বল পালমাসের কাছেই ২৭ সেকেন্ডের মাথায় পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, ব্রাহিম দিয়াজ এবং রদ্রিগো গোজের গোলে দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।  

রোববার ম্যাচের একেবারে শুরুতেই পালমাস পুরো সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দেয়। ম্যাচের প্রথম মিনিটেই সান্দ্রো রামিরেসের পাস থেকে ফাবিও সিলভা গোল করে পালমাসকে এগিয়ে নেন।

তবে রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই ম্যাচে ফেরার সুযোগ পায়। তৃতীয় মিনিটে বাঁ দিক থেকে রদ্রিগোর নিখুঁত পাস পেলেও ছয় গজ বক্স থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। তবে রিয়ালকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৮ মিনিটে রদ্রিগোকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট-কিকে গোল করে সমতা ফেরান এমবাপ্পে।

Las Palmas vs Real Madrid, 2024 La Liga: Predicted lineups - Managing Madrid

৩৩ মিনিটে এমবাপ্পের নেয়া শট ঠেকাতে পারলেও রিবাউন্ড থেকে লুকাস ভাসকেজের পাসে ব্রাহিম দিয়াজ দারুণ দক্ষতায় গোল করেন। মাত্র তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। রদ্রিগোর পাস থেকে প্রথম স্পর্শে নিখুঁত শটে বল জালে জড়ান ফরাসি তারকা।৪২ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিএআরে তার গোলটি বাতিল হয়, যা তার জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়।

বিরতির পর ম্যাচের স্কোরলাইন আরও বাড়িয়ে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ফ্রান গার্সিয়ার পাস থেকে দারুণ দক্ষতায় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।৬৪ মিনিটে পালমাস আরও বড় ধাক্কা খায়। লুকাস ভাসকেজকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনিতো রামিরেস। ১০ জনের দলে পরিণত হওয়া পালমাস আর ঘুরে দাঁড়াতে পারেনি।

১০ জনের দলের বিপক্ষে রিয়াল কয়েকবার আক্রমণ করলেও গোলের পর গোল বাতিল হয় অফসাইডের কারণে। তবে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর বার্সেলোনা তৃতীয় স্থানে।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!