AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:০৫ পিএম, ২০ জানুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শপথ নেন ট্রাম্প। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ালেন। সোমবার ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন। 

শপথগ্রহণের পর উদ্বোধনী ভাষণ দেয়ার কথা রয়েছে নতুন প্রেসিডেন্টের। তবে গত কয়েক বছর ক্যাপিটল হিলের পশ্চিম লনে মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হচ্ছে ক্যাপিটল রোটুন্ডায়। 

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও হাজির হয়েছেন।

খ্যাতনামা সংগীতশিল্পী ক্যারি আন্ডারউড ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গানটি গাইবেন। ওই অনুষ্ঠানে গান গাইবেন মার্কিন সংগীতশিল্পী লি গ্রিনউডও। 

এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর সোমবার রাতে তিনটি আনুষ্ঠানিক গালা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবগুলো অনুষ্ঠানেই ট্রাম্প উপস্থিত হবেন বলে জানা গেছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!