তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। খবর রয়টার্সের।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে এই আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষের মতে, ১১ তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেল রেস্টুরেন্ট ফ্লোরে অগ্নিকাণ্ড শুরু হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইয়েরলিকায়া বলেন, দমকলকর্মীরা আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে আসেন।
টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সাথে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে এসেছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :