AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুম্ভমেলায় পদদলিত রুখতে এআই ব্যবহার ভারতের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪৬ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
কুম্ভমেলায় পদদলিত রুখতে এআই ব্যবহার ভারতের

বিশ্বের অন্যতম বড় জমায়েত ভারতের কুম্ভমেলার আয়োজকরা পদদলিত হওয়া রুখতে মেলাস্থলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছে, খবর এএফপি’র। 

আয়োজকরা মনে করছেন, ৪০ কোটির বেশি মানুষ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মোহনায় অনুষ্ঠিত এই কুম্ভমেলাতে অংশ নিবে। হাজার বছরের পুরনো এই মেলা এক সপ্তাহ আগে শুরু হয়েছে এবং পরবর্তী ছয় সপ্তাহ ধরে চলবে।

এবারের কুম্ভমেলায় রোববার বিকেলে ঘটে যায় দুর্ঘটনা। মেলা চত্বরে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। জ্বলে ওঠে একের পর এক তাঁবু। কিন্তু প্রশাসনের তৎপরতায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মাত্র ২২ মিনিটেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কুম্ভমেলাতে ১৯৫৪ সালে একদিনে পায়ের নিচে পিষ্ট হয়ে কিংবা পানিতে ডুবে ৪০০ মানুষ প্রাণ হারায়। ২০১৩ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে (এলাহবাদ) পদদলিত হয়ে ৩৬ জন নিহত হয়।

মেলাকেন্দ্রিক টেক অপারেশনের প্রধান সিনিয়র পুলিশ অফিসার অমিত কুমার বলেছেন, আমরা চাই আধ্যাত্মিক ক্রিয়া শেষ করে প্রত্যেকেই হাসিমুখে বাড়ি ফিরে যাক।  

মেলা কর্তৃপক্ষ বলেছেন, দুর্ঘটনা এড়াতে এবারে তারা যেসব প্রযুক্তি ব্যবহার করছেন সেগুলো তাদের জমায়েতের সঠিক জনসংখ্যা নিরুপণে সহায়তা করবে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।

প্রয়াগরাজে সিনিয়র পুলিশ অফিসার অমিত কুমার বলছেন, মেলামুখী রাস্তাতে এবং মেলাস্থলে তারা ৩০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূণ্যার্থীদের মাথার উপর ড্রোন উড়ছে। নিয়ন্ত্রণ কক্ষ যেখানে পুলিশ অফিসারদের পাশাপাশি টেকনিশিয়ানরা অবস্থান করছেন। সেখান থেকে সমগ্র মেলা প্রাঙ্গন দেখা যাচ্ছে।

অমিত কুমার বলেন, ক্যামেরা থেকে প্রাপ্ত চিত্রগুলো একটি এআই অ্যালগোরিদমে দেওয়া হবে যা কন্ট্রোল রুমের নিয়ন্ত্রকদের সামনে মাইলব্যাপি, প্রতিটা পথের জমায়েতের একটা সার্বিক চিত্র তুলে ধরবে।আমরা মানুষের স্রোতকে চিহিৃত করতে এবং বিভিন্ন অংশে জমায়েতের ঘনত্ব বুঝতে এআই ব্যবহার করছি। মেলাতে যখন কোন জটলা হুমকির কারণ হয়ে দাঁড়াবে তখন এই সিস্টেমে সতর্কতামূলক শব্দ তৈরি হবে।

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!