AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গঞ্জালেজ উরুতিয়া ভেনিজুয়েলার ‍‍`ন্যায়সঙ্গত প্রেসিডেন্ট’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
গঞ্জালেজ উরুতিয়া ভেনিজুয়েলার ‍‍`ন্যায়সঙ্গত প্রেসিডেন্ট’

ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহনে ওয়াশিংটনের সর্বশেষ প্রত্যাখ্যানের প্রেক্ষিতে বুধবার বিরোধী রাজনীতিবিদ এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে দেশটির ‍‍`ন্যায়সঙ্গত প্রেসিডেন্ট‍‍` অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, গঞ্জালেজ উরুতিয়া, বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো এবং শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও এক ফোনালাপে ‘ভেনিজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

গত বছরের নির্বাচনে তৃতীয় ছয় বছরের জন্য মাদুরোর পুনর্নির্বাচনের দাবির প্রতি অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভেনিজুয়েলার বেশ ক’টি গণতান্ত্রিক প্রতিবেশী।বিরোধীরা বলছে জুলাইয়ের ভোটের ফলাফলের হিসাব অনুযায়ী ৭৫ বছর বয়সী গঞ্জালেজ উরুতিয়ার স্পষ্ট জয় দেখা গেছে। ভিন্নমত পোষণকারীদের ওপর দমন-পীড়নের পর সেপ্টেম্বরে স্পেনে নির্বাসনে চলে যান তিনি।

সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে ভেনিজুয়েলার ন্যায্য নেতা ও ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেন।
গঞ্জালেজ উরুতিয়া সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং তিনি সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শপথ অনুষ্ঠানে যোগ দেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে, দেশটির গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৮ সালে জালিয়াতির অভিযোগ থাকা নির্বাচনের পর ভেনিজুয়েলার সেনাবাহিনীকে মাদুরোকে বাদ দেওয়ার জন্য রাজি করার ব্যর্থ প্রচেষ্টায় বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন।

তবে তা সত্ত্বেও কিছু পর্যবেক্ষক অনুমান করছেন, অভিবাসন সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর আশায় ট্রাম্প এবার মাদুরোর প্রতি নরম মনোভাব দেখাতে পারেন।

সংকটে জর্জরিত ভেনিজুয়েলার সাত মিলিয়ন মানুষ, অর্থাৎ দেশটির জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ বিদেশে পালিয়ে গেছে। তাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পাড়ি জমাচ্ছে।

মার্কো রুবিও’র নিশ্চিতকরণ শুনানির সময় রুবিও ভেনিজুয়েলার বর্তমান সরকারের সমালোচনা করে আগামী চার বছরের জন্য সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

 

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!