AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৫ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আশপাশের এলাকায় ব্যাপক কেঁপে ওঠে। পুলিশ এই ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরও পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রা। বর্তমানে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ, তবে অন্তত পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজনকে বের করে আনা হয়েছে। উদ্ধার হয়েছে এক জনের মৃতদেহ। বাকি ১১ জনের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। কংক্রিটের চাঁই সরাতে আনা হয়েছে জেসিবি। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Link copied!