AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের বিতাড়িত অভিবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
ট্রাম্পের বিতাড়িত অভিবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির আগে বৃহস্পতিবার মেক্সিকোর সৈন্যরা মার্কিন সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছেন। মাতামোরোস থেকে এএফপি এ খবর জানায়।

মেক্সিকোর সরকার জানিয়েছে, তাদের দেশের নাগরিকদের জন্য নয়টি এবং বহিষ্কৃত বিদেশীদের জন্য আরো তিনটি আশ্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে। তবে মোট ধারণ ক্ষমতা কতো হবে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। ’মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে’ নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয় কেন্দ্র গুলো তৈরি করা হচ্ছে।প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এই সপ্তাহে বলেছেন, অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবাসনের আগে মানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার।

বৃহস্পতিবার তিনি বলেন,  দু’টি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহান্তের মধ্যে প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে।
এগুলোতে রান্নাঘর, বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং সাস্থ্যসেবা এবং পরামর্শ প্রদান করা হবে।

এএফপি’র এক সংবাদদাতা জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলের সীমান্তের ওপারে উত্তর-পূর্ব শহর মাতামোরোসে নৌবাহিনীর কর্মীদের একটি বিশাল খেলার মাঠে একটি আশ্রয়কেন্দ্র তৈরি করতে দেখা গেছে।নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জন্য জলপাই-সবুজ তাঁবু এবং নির্বাসিতদের জন্য একটি ধাতব কাঠামো তাঁবু থাকবে। পৌর কর্তৃপক্ষের মতে, মাতামোরোস আশ্রয়কেন্দ্র -টামাউলিপাস রাজ্যে নির্মিত তিনটি আশ্রয়কেন্দ্রের মধ্যে একটি প্রায় ৩ হজার লোকের থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে।

সীমান্তবর্তী রিও গ্রান্ডে নদীর তীরে অবস্থিত শহরের মেয়র আলবার্তো গ্রানাডোস বলেন, আমরা প্রতিদিন ২শ’  থেকে ২শ’ ৫০ জন লোককে আশ্রয় দিতে পারবো বলে আশা করছি।’

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ঠিক দক্ষিণে অবস্থিত আরেকটি মেক্সিকোর সীমান্ত শহর, টিজুয়ানা, সম্ভাব্য বহিষ্কৃতদের আগমন ঠেকাতে জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাসের সীমান্তের ওপারে রেইনোসার মেয়র কার্লোস পেনা এই সপ্তাহে সতর্ক করে বলেছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা নেই এবং পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠতে পারে।মেক্সিকো সরকার ডিসেম্বরে ঘোষণা করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন আটকের মুখোমুখি অভিবাসীদের জন্য একটি সতর্কতাসহ একটি মোবাইল অ্যাপ চালু করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন অনিবন্ধিত মেক্সিকোর নাগরিক রয়েছে।

সোমবার ক্ষমতায় আসার প্রথম দিনেই, ট্রাম্প মার্কিন দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং লক্ষ লক্ষ অভিবাসীকে বহিষ্কার করার  ঘোষনা দেন।

তার প্রশাসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ’মেক্সিকোতে থাকুন’ নীতিটিও পুনর্বহাল করবে, যার অধীনে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী ব্যক্তিদের তাদের আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। হোয়াইট হাউস মধ্য ও দক্ষিণ আমেরিকার কর্তৃত্ববাদী শাসন থেকে পালিয়ে আসা লোকদের জন্য একটি আশ্রয় কর্মসূচিও স্থগিত করেছে, যার ফলে মেক্সিকো সীমান্তের দিকে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

বুধবার, ট্রাম্পের কার্যালয় জানিয়েছে  সীমান্তে আরো ১ হাজার ৫ শত সামরিক সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।এই কঠোর পদক্ষেপের ফলে কিছু অভিবাসী বলেছেন, তারা মেক্সিকোতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!