AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
পাকিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, “মানগোচার শহরের কাছে রাস্তা অবরোধ করে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়।”

তিনি আরও জানান, হামলায় গাড়িতে থাকা ১৭ জন সেনা এবং তাদের উদ্ধার করতে যাওয়া আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন তিনজন, আর দুজন ভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

মূলত আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার। বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!