AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

নিজেদের প্রধান তিনটি বাণিজ্যিক অংশীদার—কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। একই সঙ্গে, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ট্রাম্পের এ নির্বাহী আদেশের জবাবে কানাডা ও মেক্সিকো তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, চীন জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (WTO) কাছে অভিযোগ করবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের জনগণকে প্রাণঘাতী মাদক ফেনাটিলের হুমকি থেকে রক্ষা করতে এবং অবৈধ অভিবাসনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো  তার প্রতিক্রিয়ায় বলেছেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ আছে এবং তারা তাদের সহায়তা করেছে। তার এ অভিযোগের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট পাল্টা দাবি করেছেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।”

ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যারমধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

সূত্র: বিবিসি, সিএনএন

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!