AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ইন্দোনেশিয়ায় ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব বেশি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৪ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ-ইন্দোনেশিয়ায় ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব বেশি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া ও বাংলাদেশে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ। তাদের এক সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৬টি দেশের প্রায় ৫৫ হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছে পিউ রিসার্চ। জরিপে অংশগ্রহণকারীদের ‘ধর্ম আপনার জাতীয় পরিচয়ের অংশ কি না’, ‘আপনার জাতীয় নেতার ধর্মবিশ্বাস আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ’, আপনার দেশের আইনের ওপর আপনার দেশের প্রধান ধর্মের কতটা প্রভাব থাকা উচিত’—এসব প্রশ্ন করা হয়েছিল।

অংশগ্রহণকারীদের উত্তরের ভিত্তিতে দেখা গেছে, ইন্দোনেশিয়া ও বাংলাদেশে ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব অনেক বেশি। ইন্দোনেশিয়ায় প্রতি ১০ জনের মধ্যে চারজনের ভেতরে ধর্মীয় জাতীয়তাবাদ দেখা গেছে, যা প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে বাংলাদেশে এটি ৪৫ শতাংশ। এ ছাড়া বাংলাদেশের ৮৬ শতাংশ মানুষ মনে করে, বাংলাদেশের মানুষ একই সঙ্গে ধর্মভিত্তিক ও গণতান্ত্রিক।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে ধর্মীয় জাতীয়তাবাদী ২৪ শতাংশ। এ ছাড়া থাইল্যান্ডে ৯ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ শতাংশ বলে জানিয়েছে পিউ রিসার্চ।

এই জরিপে সবচেয়ে কম ধর্মীয় জাতীয়তাবাদ দেখা গেছে জার্মানি ও সুইডেনে। দেশ দুটিতে ১ শতাংশেরও কম মানুষ ধর্মীয় জাতীয়তাবাদী।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও চিলিতে ৬ শতাংশ, মেক্সিকো ও আর্জেন্টিনায় ৮ শতাংশ, কানাডায় ৩ শতাংশ, কলম্বিয়ায় ১২ শতাংশ, ব্রাজিলে ১৩ শতাংশ এবং পেরুতে ১৭ শতাংশ মানুষের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ দেখা গেছে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!