AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণা দক্ষিণ আফ্রিকায়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৫ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণা দক্ষিণ আফ্রিকায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধের কথা জানিয়েছেন। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ তুলেছেন দেশটির ‘এক শ্রেণির মানুষের সঙ্গে খাবাপ আচরণ করা হচ্ছে’ তার তদন্ত না হওয়া পর্যন্ত তিনি সহায়তা বন্ধ রাখবেন। খবর রয়টার্স 

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট শ্রেণির মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভাবেই এটা মেনে নেবে না, এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য এর বিরুদ্ধে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আগামী দিনের সব ধরনের সহায়তা বন্ধ করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কি কারণে এমন পোস্ট করেছেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

সাম্প্রতিক সরকারি তথ্যানুযায়ী ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ৪৪০ মিলিয়ন ডলারের সহযোগিতা করে যুক্তরাষ্ট্র। এ বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর যুক্তরাষ্ট্র এ সম্মেলনের আয়োজন করবে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তার দেশের সম্পর্ক নিয়ে চিন্তার কিছু নেই। ট্রাম্পের জয়ের পরই তিনি তার সঙ্গে কথা বলেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজের জন্য উন্মুখ বলে জানিয়েছিলেন।

ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের ব্যাপকভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে তদন্ত করবে। তবে সে সময়ে তিনি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি।

সে সময়ে দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল, ট্রাম্প ভুয়া তথ্য ছড়াচ্ছেন। তবে ওই সময়ে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তদন্ত করেছিল কিনা তা স্পষ্ট নয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!