AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনা অপ্রাপ্ত বয়স্কদের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করবে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০৩ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
আর্জেন্টিনা অপ্রাপ্ত বয়স্কদের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করবে

আর্জেন্টিনা বুধবার জানিয়েছে, তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তন পদ্ধতি নিষিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।  আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই মুখপাত্র ম্যানুয়েল অ্যাডোর্নি বলেছেন, সরকার ১৮ বছরের কম বয়সীদের জন্য হরমোন চিকিৎসা এবং শরীরের অভিযোজন অস্ত্রোপচার  নিষিদ্ধ করার জন্য ২০১২ সালের একটি আইন সংশোধন করবে।

তিনি যুক্তি দিয়ে বলেন, লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা অপ্রাপ্তবয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য "গুরুতর ঝুঁকি" তৈরি করে।  

‘অনেক ক্ষেত্রেই এই চিকিৎসা এবং অস্ত্রোপচারের প্রভাব অপরিবর্তনীয়’ উল্লেখ করে তিনি বলেন, ফিনল্যান্ড, সুইডেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই দেশগুলোর মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে যারা অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তনের অ্যাক্সেস সীমিত করছে, যার মধ্যে বয়ঃসন্ধি ব্লকারের মতো চিকিৎসাও রয়েছে।

অ্যাডর্নি আরো বলেন, "লিঙ্গ পরিবর্তনের কারণে" বন্দীদের স্থানান্তরের অনুরোধ করা থেকেও নিষিদ্ধ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ বছরের কম বয়সীদের জন্য লিঙ্গ পরিবর্তনের পদ্ধতি সীমাবদ্ধ করার ঘোষণার এক সপ্তাহ পরে এই ঘোষণা  আর্জেন্টিনার এলজিবিটিকিউ বা সমকামী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

আর্জেন্টিনার সমকামী সম্প্রদায় এলজিবিটিকিউ ফেডারেশন এক্স-এ এক বার্তায় জানায়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ডিক্রি জারি করে কোনও আইন পরিবর্তন করতে পারেন না এবং যদি তিনি চেষ্টা করেন তাহলে প্রয়োজনে আন্তঃ-আমেরিকার আদালত (মানবাধিকার আদালত)সহ আমরা এটিকে চ্যালেঞ্জ করব।

বর্তমান আইনের অধীনে, অপ্রাপ্তবয়স্করা তাদের আইনি অভিভাবক বা বিচারিক সংস্থার সম্মতি সাপেক্ষে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা গ্রহণ করতে পারে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!