AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনিজুয়েলায় পাঁচ আমেরিকান এখনও কারাগারে: এনজিও


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩৮ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
ভেনিজুয়েলায় পাঁচ আমেরিকান এখনও কারাগারে: এনজিও

গত সপ্তাহে মুক্তির পর ভেনিজুয়েলায় কমপক্ষে পাঁচ মার্কিন নাগরিক এখনো আটক রয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সাথে দেশে ফিরেছেন।বুধবার স্থানীয় একটি অধিকার গোষ্ঠীর বরাত দিয়ে কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।

বেসরকারি সংস্থা ফোরো পেনাল এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচজনের সাথে, অন্য জাতীয়তার দু’জন ব্যক্তিও ছিলেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন।

ভেনিজুয়েলায় মোট ৫৪ জন বিদেশীর মধ্যে তারাও ছিলেন, যার মধ্যে ১১ জন স্পেনের, নয়জন ইতালির এবং একজন ফরাসি-আমেরিকান রয়েছে।

বিশেষ দূত রিচার্ড গ্রেনেল বলেন, গত সপ্তাহে কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তার আলোচনার পর আরও ছয়জনকে মুক্তি দেওয়া হয়। ভেনিজুয়েলায় ‘কমপক্ষে ছয়’ মার্কিন নাগরিক অবশিষ্ট রয়েছেন।

ইউটিউবে মেগিন কেলি শো-এর এক সাক্ষাৎকারে গ্রেনেল বলেন, ‘তারা আসলেই অসত্য অভিযোগে বন্দী’ রয়েছে।

 


একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!