AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবে পর্যাপ্ত খালি জমি রয়েছে।

গতকাল বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, "সৌদিরা চাইলে সেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে, কারণ তাদের কাছে প্রচুর খালি জমি রয়েছে।"

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদ নিশ্চিত করেছে যে, এ বিষয়ে কোনো ধরনের দরকষাকষির সুযোগ নেই।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এমন কোনো চুক্তি করবেন না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

নেতানিয়াহু বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না, বিশেষত, ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে। আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন ওয়াশিংটন সফরে রয়েছেন। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  উপত্যকা নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানান।

এ ছাড়া সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও ট্রাম্প ও নেতানিয়াহু আলোচনা করেছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা সম্ভব এবং এটি ঘটবে বলে আমি মনে করি।’

তবে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!