AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ ইউক্রেনের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ ইউক্রেনের

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী মঙ্গলবার দেশটির জ্বালানি স্থাপনার উপর রাশিয়ার আক্রমণ চলছে উল্লেখ করে জরুরি বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন।  

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আজ সকাল পর্যন্ত জ্বালানি খাত আক্রমণের আশঙ্কায় রয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ স্থাপনায় হামলার আশঙ্কা এড়াতে জরুরি সরবরাহ ব্যবস্থায় বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে।‍‍`

তিনি আরও বলেন, গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ আরও তথ্য সরবরাহ করবে।

মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর কয়েক মাস ধরে বোমা হামলা চালিয়েছে, তবে মস্কো দাবি করেছে যে কিয়েভের সামরিক বাহিনীকে সহায়তা করে এমন বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

অপরদিকে মস্কো অভিযোগ করেছে যে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে এবং তারা মার্কিন ও ব্রিটেনের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখন্ডে ব্যাপক হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রত্যাশিত আলোচনার আগে উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে আধিপত্য নিশ্চিত করার চেষ্টা করছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!