AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২২ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত

মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। একটি বাস এবং একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষেও উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাজ্যের প্রসিকিউটর জ্যাকসন ভিলাসিস জানান, শনিবার দক্ষিণ-পূর্ব অঞ্চলের রাজ্য ক্যাম্পেচেতে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের ৩৬ জন এবং ট্রাকের দুজন নিহত হয়েছেন।  

ভিলাসিস বলেন, নিহতদের স্বজনরা আরো চারজনের মৃত্যু হয়েছে দাবি করেছেন। কিন্তু এই মৃতদেহ পাওয়া যায়নি।

সরকারি ভাবে জানানো হয়, ইউকাটান উপদ্বীপে অপর একটি বাস দুর্ঘটনার পর এটিই প্রথম দুর্ঘটনা।ট্রাক ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। ফলে, উভয়  যানবাহনে আগুন ধরে যায়। উভয় যানবাহনই পুড়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়।

সপ্তাহান্তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন নিহত হয়েছে, তবে সরকারি  ভাবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।দুর্ঘটনায় নয়জন বেঁচে আছেন।বাসটি তাবাসকো রাজ্য থেকে ছেড়ে ক্যারিবিয়ান সমুদ্র সৈকত অবকাশ নগরী কানকুনের দিকে যাচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ট্রাক এবং বাসটি আগুনে পুড়ে যাচ্ছে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার গুয়াতেমালায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ৫৪ জন মারা যায়। একটি বাস গার্ড রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে ।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!