র্যাডিকাল ইসলাম বিরোধী এক র্যালিতে একজন পুলিশকে হত্যা এবং কয়েকজন বিক্ষোভকারীকে আহত করার ঘটনায় আজ বার্লিনে আফগান সন্দেহভাজন জিহাদি সুলায়মানের বিচার অনুষ্ঠিত হবে, খবর এএফপি’র।
জার্মানির পশ্চিমে ম্যানহাইম শহরে র্যাডিকাল ইসলাম বিরোধী এক সমাবেশে আফগান অভিবাসি সুলায়মান একটা লম্বা ছুরি দিয়ে প্রথমে একজন বক্তা ও কয়েকজন বিক্ষোভকারীর উপর হামলা চালায়। একজন পুলিশ তাদেরকে রক্ষা করতে গেলে তাকেও হামলা করে। ঐ দিনই পরবর্তীতে সেই জার্মান পুলিশ মারা যায়।
ঐ সময়ের ঘটনাস্থলে ২৫ বছর বয়সি সুলায়মানকে গ্রেফতারের আগে পুলিশের গুলিতে সে আহত হয়।
জার্মান মিডিয়ার মাধ্যমে জানা যায়, ২০১৩ সালে সুলায়মান মাত্র ১৪ বছর বয়সে তার ভাইয়ের সাথে স্থলপথে জার্মানিতে প্রবেশ করে। তাদের আশ্রয় (অ্যাসিলাম) প্রত্যাখান করলেও নাবালক হিসাবে জার্মান কর্তৃপক্ষ তাকে জার্মানিতে থাকার অনুমতি দেয়।
অভিবাসন প্রত্যাশী ইসলামপন্থীদের হামলা জার্মানিতে সম্প্রতিকালে বিতর্কের সৃষ্টি করেছে। যার সুবিধা নিচ্ছে সেখানকার চরম ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি পার্টি)। এ মাসের ২৩ তারিখে জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :