যুদ্ধবিরতির চুক্তি আওতায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তারা সবাই ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তিন জিম্মির নাম পেয়েছে। মুক্তি পেতে যাওয়া তিন জন হলেন, সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
এক বিবৃতিতে হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসসাম ব্রিগেড সিদ্ধান্ত নিয়েছে যে, শনিবার আরও তিন ইসরায়েলি বন্দির মুক্তি দেয়া হবে। এর আগে গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করে হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে।
হামাস বলছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ এবং ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তাবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।
হামাসের ঘোষণার পর এক পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, শনিবার জিম্মিদের মুক্তি না দেয়া হলে এদিন থেকেই গাজায় ফের তীব্র হামলা চালানো শুরু করবেন তারা। পরে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও একই সুরে কথা বলেন।
সূত্র : আল জাজিরা
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :