শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই আটজন মারা গেছেন। এছাড়া প্রবল বর্ষণের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার রোববার (১৬ ফেব্রুয়ারি) বলেছেন, বন্যায় আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বেসিয়ার বলেন, পানিতে গাড়ি আটকে যাওয়ার কারণে মা ও সাত বছরের একটি শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে।
তিনি বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে দূরে থাকুন এবং নিজেদের নিরাপদ থাকুন। বেসিয়ার বলেন, ঝড়ের কারণে প্রায় ৩৯ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে তিনি সতর্ক করেছিলেন যে কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ভোগান্তি বাড়তে পারে।
এদিকে জর্জিয়া এবং ফ্লোরিডার কিছু অংশের জন্য টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মৌসুমে সবচেয়ে ঠান্ডা আবহাওয়া পেতে চলেছে।
সূত্র : আল আজিরা
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :