সৌদি আরবে সফরের কথা থাকলেও, একদিন আগে হঠাৎ করেই সেই সফর বাতিল করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আগামী ১০ মার্চ পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন না।
সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়, যা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আয়োজিত হয়। তবে এতে ইউক্রেনের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। সংবাদমাধ্যম এনডিটিভি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, `রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক আমাদের অবাক করেছে। এর আগেও তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনকে বাদ দিয়ে হওয়া কোনো শান্তি আলোচনা তার দেশ মেনে নেবে না।`
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে চার ঘণ্টার আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী একে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। আলোচনায় অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে এই বৈঠকে ইউক্রেন এবং এর ঘনিষ্ঠ ইউরোপীয় কোনো মিত্র দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ আলোচনার স্বার্থে একটি বিশেষ দল গঠন করতে সম্মত হয়েছে, যা উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও কাজ করবে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন ও মস্কো তাদের দূতাবাসের কর্মী পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে।
পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের সম্ভাবনা? বৈঠকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :