পবিত্র রমজান আসন্ন, এবং ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে রোজা আগামী ১ মার্চ থেকে শুরু হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রোজা পালন ও ইবাদতের সুবিধার্থে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের প্রধান ইসাম আল রুবাইয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি দপ্তরগুলোতে কর্মঘণ্টা শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই এই সময়সীমার মধ্যে দপ্তরে উপস্থিত থাকতে হবে এবং সাড়ে ৪ ঘণ্টা কাজ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, সরকারি যে কোনো অফিস তার কর্মঘণ্টা শুরুর ক্ষেত্রে ৮:৩০-১০:৩০-এর মধ্যে যে কোনো একটি সময় বেছে নিতে পারবে। এই সময়সীমা অফিস কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারবেন, কিংবা কর্মীরা তাদের সুবিধামতো সময়সীমা বেছে নিয়ে অফিসকে জানাতে পারবেন। তবে সেই সময়সীমা অবশ্যই সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে হতে হবে।
সরকারি দপ্তরগুলোতে যারা সান্ধ্যকালীন শিফটে কাজ করেন, তাদের কর্মঘণ্টা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে বলা হয়েছে, সান্ধ্য শিফটের কর্মকর্তা-কর্মীদের ১৫ মিনিটি ‘গ্রেস’ দেয়া হবে। অর্থাৎ, কর্মীদেরকে ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে কর্মস্থলে হাজির থাকতে হবে।
সূত্র : গালফ নিউজ
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :