AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)  প্রধান হিসেবে দায়িত্ব নিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল।

সিনেটে ৫১ ভোটের মধ্যে ৪৯টিই গেছে ক্যাশ প্যাটেলের পক্ষে। দুই রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে প্যাটেলের এফবিআই প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এফবিআইয়ের পরিচালক ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সিএএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ৪৫ বছর বয়সী ক্যাশ প্যাটেল।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই নাগরিকের পুরো নাম কাশ্যপ প্রামোদ প্যাটেল। তার বাবা-মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখানেই তার জন্ম ও বেড়ে উঠা। তিনি একজন মার্কিন আইনজীবী, সরকারী কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এবং  ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল লিখেছেন, (মার্কিন) আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে- কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে।

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ও অনুগত প্যাটেল খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করে আসছেন। প্যাটেল অঙ্গীকার করেছেন, তিনি এফবিআইকে নিরপেক্ষভাবে পুরোপুরি ঢেলে সাজাবেন।

 

একুশে সংবাদ//চ.ট//এ.জে

Shwapno
Link copied!