AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরাইলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৬ এএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ইসরাইলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান

ইসরাইলকে ধ্বংস করতে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেন, তেহরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যেকোন হামলা মোকাবিলায় সক্ষম। ইরানের পরামাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে উত্তেজনার জেরে এরইমধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান।

গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান-ইসরাইল উত্তেজনা অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি, ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলার পাশাপাশি দেশটিকে পরমাণু শক্তিধর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইসরাইলকে এক হাত নিল ইরান।

সময় হলেই ইসরাইলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি। তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময়ে নির্ভুলভাবে ‘অপারেশন প্রমিজ থ্রি’ চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শত্রুদের যেকোনো হামলা প্রতিহতে ইরানের উন্নত অস্ত্র ও দক্ষ সশস্ত্র বাহিনী সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসি‍‍`র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

প্রেস টিভিতে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরান।

এরইমধ্যে পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সেনাবাহিনী জোলফাঘর ওয়ান ফোর জিরো থ্রি নামে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে।

পরমাণু ইস্যুতে সম্মান দিয়ে সংলাপের আহ্বান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোন কিছুর বিনিময়ে আলোচনা সম্ভব নয় বলেও সাফ জানান তিনি। ওয়াশিংটনকে ইঙ্গিত করে পেজেশকিয়ান আরও বলেন, তেহরান কোনো ভয়, জবরদস্তির কাছে মাথা নত করবে না।

এদিকে, ইসরাইলে এফ-৩৫ যুদ্ধবিমানসহ সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধে উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ২৩০টির বেশি বেসরকারি সংগঠন। অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সংগঠনগুলো আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ//স.ট/এ.জে

Link copied!