AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মী ছাঁটাই করা হবে : পেন্টাগন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৪ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মী ছাঁটাই করা হবে : পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা আগামী সপ্তাহ থেকে ৫ শতাংশ বেসামরিক কর্মী ছাঁটাই শুরু করবে এবং নতুন করে নিয়োগ স্থগিত করবে।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহের শুরুতে পেন্টাগনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র কর্মকর্তারা এই ধরনের কর্মীদের তালিকা পাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা বলেছেন, এই তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীদের মধ্যে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। শিক্ষানবিস কর্মীদের যারা এক বছরেরও কম সময় ধরে চাকরি করছেন এবং যারা এখনো সিভিল সার্ভিস সুরক্ষা পাননি কেবল তাদেরকেই ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে। 

প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি ড্যারিন সেলনিক এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আশা করছি ডিপার্টমেন্টের বেসামরিক কর্মী সংখ্যা ৫-৮ শতাংশ কমানো হতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করছি ৫ হাজার ৪শ’ শিক্ষানবিস কর্মীকে অব্যাহতি দেওয়া হতে পারে।ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন মার্কিন বন পরিষেবা থেকে প্রায় ২ হাজার কর্মচারী ছাঁটাই করেছে এবং অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা থেকে ৭ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এক্সে এক পোস্টে বলেছেন, তাদের ৯ লক্ষেরও বেশি বেসামরিক স্থায়ী কর্মী রয়েছে। ৫ শতাংশ ছাঁটাই করা হলে ৪৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাবে।


একুশে সংবাদ/ এস কে


 

Link copied!