AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

উত্তর পেরুর একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন নিহত এবং প্রায় ৭৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ শুক্রবার  এ তথ্য জানিয়েছেন। পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।আমেরিকা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  নিহতদের  মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আগে ২০ জন আহত হওয়ার কথা বলেছিল। তবে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো বলেন, আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিশু রয়েছেন। মরিলো আরপিপি রেডিওকে জানিয়েছেন আহত ১১ জনের অবস্থা গুরুতর।

রাজধানী লিমা থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে এই ধসের ঘটনা ঘটে।

শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!