জাপান ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের পূর্বাঞ্চলীয় বন্যা মোকাবিলায় ও পুনরুদ্ধারের জন্য ৩.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা স্বাক্ষর করেছে। পূর্বাঞ্চলের বন্যাকবলিত জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তায় এ অর্থ খরচ করা হবে।
আজ (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এ বিনিময় চুক্তি স্বাক্ষর করেছেন। ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানান।
জাপান দূতাবাস জানান, এ প্রকল্পটি পূর্বাঞ্চলের বন্যাকবলিত ৫ লাখ বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছাবে। যার মাধ্যমে আশ্রয়কেন্দ্র মেরামত ও সংস্কার, জীবিকার সুযোগ তৈরি এবং দুর্যোগ ও সংশ্লিষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও ক্ষমতা জোরদার করা হবে।
রাষ্ট্রদূত সাইদা বলেন, জাপান সরকারের সহায়তা বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে জাপান বন্যাদুর্গত এলাকায় ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে ত্রাণ প্রদানের জন্য জাপানি এনজিওগুলোর একটি প্ল্যাটফর্ম জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দিয়েছে।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :