AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের নতুন হুমকি দিলেন মাস্ক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের নতুন হুমকি দিলেন মাস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের যেসব কর্মী কাজের বর্ণনা দিয়ে ই-মেইলের জবাব দেবেন না, তাদেরকে নতুন করে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ই-মেইলের অনুরোধটি ছিল তুচ্ছ। কিন্তু অনেকে এই তুচ্ছ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। কিছু ক্ষেত্রে অবশ্য কর্মীদের ব্যবস্থাপকেরা জবাব না দিতে বলেছেন। খবর রয়টার্স

মাস্ক আরও বলেন, কর্মীদের আরেকটি সুযোগ দেয়া হবে। দ্বিতীয়বার ই-মেইলের জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুত করা হবে। মাস্কের এমন হুমকির বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ লাখ ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো এবং তা ঢেলে সাজাতে চান। এজন্য তিনি সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) চালু করেছেন। যার দায়িত্ব পেয়েছেন মাস্ক।

এর আগে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটির ফেডারেল সরকারের কর্মীরা একটি ই-মেইল পান। এই ই-মেইলে কর্মীদের আগের সপ্তাহের কাজের হিসাব সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দিতে বলা হয়। যদি কেউ এতে সাড়া না দেন তাহলে তাদেরকে পদত্যাগ হিসেবে দেখা হবে জানান মাস্ক।

কাজের হিসাবসংক্রান্ত ই-মেইলটির বিষয়বস্তুর শিরোনাম ছিল ‘গত সপ্তাহে আপনি কী করেছেন?’ মার্কিন সরকারের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের মানবসম্পদ ঠিকানা দিয়ে এই ই-মেইল পাঠানো হয়। তবে ই-মেইলে চাকরিচ্যুতির হুমকির উল্লেখ ছিল না।

একুশে সংবাদ/ এস কে

Link copied!