AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে  এ তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে ২০ হাজার কর্মী নিয়োগ এবং দেশটির অঙ্গরাজ্য টেক্সাসে নতুন একটি সার্ভার কারখানা তৈরি করা।

তবে স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) অ্যাপল কর্তৃক এই নতুন বিনিয়োগের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কিছুদিন পরেই এসেছে। সম্প্রতি, ট্রাম্প জানিয়েছেন যে অ্যাপলের সিইও টিম কুক তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিষ্ঠানটি সকল উৎপাদন কার্যক্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে। সাথে ট্রাম্প উল্লেখ করেছেন যে কোম্পানিটি শুল্ক এড়াতে এটি করছে।

এছাড়াও ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে বিদেশে বিক্রি হওয়া আইফোনের দাম আরও বাড়িয়ে দেবে। তাই অনেকটা চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে উৎপাদন কার্যক্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করছে অ্যাপল।

 

 

একুশে সংবাদ//য.ট//এ.জে

Link copied!