AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে ৫০ লাখ ডলারে, ট্রাম্পের প্রস্তাব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে ৫০ লাখ ডলারে, ট্রাম্পের প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই ‘গোল্ড কার্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও কেনা যাবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমেরিকায় বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইবি–৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়া যায়। এর পরিবর্তে এখন থেকে গোল্ড কার্ড চালু করা হবে।

এই গোল্ড কার্ডের মূল্য ৫০ লাখ ডলার ধরা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই নতুন প্রকল্পের বিস্তারিত জানানো হবে।’

এই গোল্ড কার্ডে গ্রিন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যাবে এবং এটি নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, রাশিয়ার ধনকুবেররাও এই গোল্ড কার্ড কিনতে পারবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত পারবেন। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুবই ভালো মানুষ।’

১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্র ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি চালু রয়েছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়।

গতকাল মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘ইবি-৫ প্রোগ্রাম অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পরিপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প একে বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই নতুন প্রোগ্রাম বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।


একুশে সংবাদ/ই.ট//এ.জে

Shwapno
Link copied!