AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ চীনের হাসপাতালে ভর্তি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ চীনের হাসপাতালে ভর্তি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে কানের প্রদাহের জন্য চীনের সাংহাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তার দল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দিলমা রুসেফের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী এই অর্থনীতিবিদ, যিনি বর্তমানে উন্নয়নশীল অর্থনীতির ব্রিকস ব্লক কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যাংকের প্রধান। তার চিকিৎসা চলছে এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

স্নায়ুর প্রদাহজনিত সমস্যা ‘ভেস্টিবুলার নিউরাইটিস’-এর কারণে গত ২১ ফেব্রুয়ারি রুসেফকে সাংহাই ইস্ট ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে সাংহাই-ভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) এর নেতৃত্বের জন্য রুসেফকে মনোনীত করেন।

২০১০ সালে রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট হন। তিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এবং পরে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।২০১৬ সালে দ্বিতীয় মেয়াদেও সময় বাজেট আইন ভঙ্গের জন্য তাকে অভিশংসিত করা হয়েছিল।লুলা তাকে রাজনৈতিক অস্থিরতা থেকে ফিরিয়ে আনতে এনডিবি-র প্রধান হিসেবে নিযুক্ত করার মাধ্যমে সাহায্য করেছিলেন। যা ২০১৪ সালে ব্রিকস সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়েছিল।

এই বছর ব্রাজিল ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতিত্বের দায়িত্ব পালন করছে এবং জুলাই মাসে রিও ডি জেনেইরোতে সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।ব্রিকস গ্রুপ ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে এবং এখন ইরান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!