প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঢুকতেই দেয়া হয়নি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে। প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ মিডিয়া কভারেজ নিয়ে নতুন যে নীতি নিয়েছে, সেটির অংশ হিসেবেই এসব সংবাদমাধ্যমের সাংবাদিক-প্রতিনিধিদের ঢুকতে দেয়া হয়নি।
রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজ এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্টের তিন প্রতিবেদককে মন্ত্রিসভার বৈঠকে ঢুকতে বাধা দেয়।
তবে এবিসি, নিউজম্যাক্সের টিভি ক্রু, সঙ্গে এক্সিওস, দ্য ব্লাজ, ব্লুমবার্গ নিউজ এবং এনপিআরের সাংবাদিকদের এই ইভেন্ট কভারের অনুমতি দেয়া হয়।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ওভাল অফিসের মতো ছোট জায়গায় কোন কোন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দেয়া হবে সেটি ঠিক করবে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সুপরিচিত সংবাদমাধ্যমগুলোকে ট্রাম্পের দৈনিক কার্যক্রমের খবর সংগ্রহ করতে দেয়া হবে। তবে ছোট জায়গায় যেসব ইভেন্ট হবে সেখানে কারা অংশ নিতে পারবে, সেটি নিয়ে নতুনভাবে ভাবা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :