AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গিনি-বিসাউয়ের বিরোধী দল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
গিনি-বিসাউয়ের বিরোধী দল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে

গিনি-বিসাউয়ের বিরোধী দল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোর ম্যান্ডেট ওইদিন আনুষ্ঠানিকভাবে শেষ হবে। দেশটির রাজধানী বিসাউ থেকে এএফপি এ খবর জানায়।

পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশটিতে বিতর্কিত নির্বাচনের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এম্বালো পাঁচ বছরের মেয়াদে শপথ গ্রহণ করেন। নির্বাচন কেবল নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তিনি রেববার ঘোষণা দেন।

তবে, সাবেক প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম বুধবার বিরোধী জোটের পক্ষে এক বক্তৃতায় বলেন, ‘আমরা জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সমস্ত বাজার, দোকান এবং অফিস বন্ধ থাকবে।’ জোট নেতাদের বৈঠকের পর শত শত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা দেশকে সম্পূর্ণ অচল করে দেওয়ার আহ্বান জানাই।’

বিরোধীরা জোর দিয়ে বলেছে, এম্বালোর মেয়াদ ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, কিন্তু সেই তারিখের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক সপ্তাহের জন্য সমাবেশ নিষিদ্ধ করেছে। বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বোচে ক্যান্ডে বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইন অনুসারে প্রদত্ত আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।’

ইকোনোমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএস) এর একটি উচ্চ পর্যায়ের মিশন এই সপ্তাহের শুরুতে রাজনৈতিক সংলাপের প্রচেষ্টায় বেশ ক’টি দলের নেতাদের সাথে দেখা করে।

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!