AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে। সৌদি চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজ।

দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়, যার মধ্যে সুদাইর ও তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়।

রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের  রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে।

এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতে রোজা শুরু হচ্ছে। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে। 

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!