ইউক্রেনকে রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘ইউক্রেনের সমর্থনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য ইচ্ছুক দেশগুলো একটি জোট গঠন করবে এবং সেই জোটে যুক্তরাষ্ট্রকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।’
ব্রিটিশং সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জোট গঠনের ঘোষণার পাশাপাশি ইউক্রেনকে রক্ষায় চার দফা কর্মপরিকল্পনাও ঘোষণা করেছেন কিয়ার স্টারমার। গতকাল লন্ডন সম্মেলনের পর তিনি বলেন, ‘আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে।’
লন্ডন সম্মেলনে জেলেনস্কিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা দৃঢ় সমর্থন অনুভব করছি এবং এই সম্মেলনে ইউরোপের শীর্ষ নেতারা যেরকম ঐক্য দেখিয়েছেন, তা বহুদিন দেখা যায়নি।’
সম্মেলন শেষ হওয়ার পর কিয়ার স্টারমার সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেন ইস্যুতে চারটি বিষয়ে সবাই একমত হয়েছেন। সেগুলো হচ্ছে—ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। যেকোনো শান্তিচুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং এসব আলোচনায় ইউক্রেনের অংশ নেওয়া। শান্তিচুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো যাতে ভবিষ্যতে যেকোনো আগ্রাসন প্রতিরোধ করতে পারে এবং ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন এবং এর পরবর্তী শান্তি নিশ্চিত করা।’
এই চারদফা ঘোষণার পর ইউক্রেনকে দুই বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ারও ঘোষণা দেন কিয়ার স্টারমার। এর আগে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :