ফিলিপাইনের বিমান বাহিনী মঙ্গলবার জানিয়েছেন, সেবুর কেন্দ্রীয় শহরের কাছে গতরাতে অভিযান চালানোর সময় একটি এফএ-৫০ যুদ্ধবিমান ক্রুসহ নিখোঁজ হয়েছে। ম্যানিলা থেকে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফিলিপাইনের বিমান বাহিনী (পিএএফ) এক বিবৃতিতে জানায়, লক্ষ্যস্থলে পৌঁছানোর মাত্র কয়েক মিনিট আগে প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নেওয়া অন্যান্য বিমানের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর সেবুর বিমানবন্দরের সাথে রানওয়ে ভাগ করে নেওয়া ম্যাকটান-বেনিটো এবুয়েন বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ জেট ফাইটার বিমানটি খুঁজে বের করার জন্য পিএএফ ব্যাপক এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, আমাদের প্রাথমিক উদ্বেগ হচ্ছে ক্রুদের নিরাপদে ফিরিয়ে আসা নিয়ে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :