যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে ‘কোনো বিরতি না নেওয়ার’ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের একটি বিলাসবহুল হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পর এ আহ্বান জানিয়ে তিনি বলেন, হোটেলটিতে বৈদেশিক সহায়তা কর্মীরা ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার ইউক্রেনে জেলেনস্কির নিজ শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জনের অধিক আহত হয়েছেন।
সামাজি যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আক্রমণের ঠিক আগ মুহূর্তে একটি মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকরা হোটেলে প্রবেশ করেছিলেন। এই স্বেচ্ছাসেবকরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক। তবে হামলায় তারা বেঁচে গিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘জীবনের বিরুদ্ধে এই যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে অবশ্যই কোনো বিরতি থাকা উচিত নয়।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :