মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের সামরিক বিমান করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত খরচ হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। খবর আনাদুলু এজেন্সি
পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, আগামী কয়েক দিনের মধ্যে অভিবাসী ফেরত পাঠানোর জন্য কোনো ফ্লাইট নেই। সবশেষ গত ১ মার্চ সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়।
মার্কিন এই প্রতিরক্ষা দপ্তরটি সংবাদমাধ্যমকে জানায়, সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানো স্থগিতকরণের মেয়াদ আরও বাড়ানো হতে পারে অথবা স্থায়ীভাবে এটি বন্ধ করা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন সামরিক বাহিনীর সি-১৭ এয়ারক্রাফট ব্যবহার করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে অন্তত ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সি-১৩০ এয়ারক্রাফট ব্যবহার করে আরও অন্তত এক ডজন ফ্লাইট পরিচালনা করা হয়। সামরিক এয়ারক্রাফট ব্যবহার করে ভারত গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস, পানামা এবং গুয়ান্তানামো বেতে অভিবাসী ফেরত পাঠানো হয়।
এসব ফ্লাইট পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক খরচ করতে হয়েছে। সংবাদমাধ্যমটি তাদের বিশ্লেষণে জানিয়েছে, ভারতী সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানো প্রতি ফ্লাইটে ২ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অন্যদিকে গুয়ান্তানামো বেতে অভিবাসী ফেরত পাঠাতে জন প্রতি ব্যয় হয়েছে ২০ হাজার ডলার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :