হোয়াইট হাউস একটি প্রতিবেদন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজায় আটক মার্কিন বন্দিদের ভাগ্য নিয়ে আলোচনা করার জন্য বিদেশে বন্দি মার্কিন বন্দিদের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাডাম বোহলারকে পাঠিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বুধবার এই তথ্য জানিয়েছেন। ‘ওয়াশিংটন পোস্ট’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।
লেভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমেরিকার জনগণের সর্বোত্তম স্বার্থে বিশ্বব্যাপী ঝড় তোলা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট বিশ্বাস করেন। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এটিই আমেরিকার জনগণের জন্য সঠিক কাজ।’
মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে আখ্যা দেয়ার পর তিনি এই মন্তব্য করেন। মার্কিন-সমর্থিত ইসরাইলি দখলদারিত্ব এবং আগ্রাসন প্রতিরোধ করার আন্দোলনে অটল থাকার কারণে ১৯৯৭ সালে ওয়াশিংটন হামাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।
এদিকে গত বুধবার এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লেভিট বলেছেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’
তিনি আরও বলেছেন, ‘এই বিষয়ে ইসরাইলের সাথে পরামর্শ করা হয়েছে।’
আমেরিকান ওয়েবসাইট অ্যাক্সিওস ‘বিষয়টির সাথে পরিচিত সূত্র’কে উদ্ধৃত করে আলোচনার দিকে ইঙ্গিত করে একটি প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পরেই এই মন্তব্য এলো। হামাস এবং তার সহযোগী প্রতিরোধকামী সংগঠনগুলো ওয়াশিংটনের সবচেয়ে প্রিয় আঞ্চলিক মিত্র ইসরাইলি সরকারের বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :