ভারতের কর্ণাটক শহরে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি বলছে, তিন পুরুষসহ ওই দুই নারী টেক হাব বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে কোপ্পালের একটি খালের পাশে ঘুরতে গিয়েছিলেন। সেখানে দুই নারীকে ধর্ষণ ও তিন পুরুষকে খালের মধ্যে ফেলে দেয়া হয়। যাদের একজনের মরদেহ শনিবার সকালে পুলিশ উদ্ধার করেছে।
এদিকে অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, দুই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আরাসিদ্দি বলেছেন, "দুই নারী এবং তিনজন পুরুষকে সানাপুরের কাছে আক্রমণ করা হয়েছিল। তাদের মধ্যে একজন আমেরিকান, এবং অন্য একজন ইসরায়েলের নারী ছিলেন। ওই নারী তার অভিযোগে বলেছেন যে মারধরের পাশাপাশি, দুই নারীকে অভিযুক্তরা যৌন হেনস্থা করেছে।"
হোমস্টের মালিক অভিযোগে বলেছেন যে তিনি এবং চার অতিথি রাতের খাবারের পরে তুঙ্গভদ্রা বাম তীর খালের তীরে গিয়েছিলেন, তখন অভিযুক্ত একটি বাইকে করে আসে। তারা প্রথমে জিজ্ঞাসা করে পেট্রোল পাওয়া যাবে কোথায়, পরে তাদের কাছে ১০০ টাকাও দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাদের ওপর আক্রমণ করে। এসময় পুরুষদের খালের মধ্যে ফেলে দেয় এবং নারীদের ধর্ষণ করে।
নারীদের অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ, গণধর্ষণ ও ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। আরাসিদ্দি বলেন, অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে এবং দুটি বিশেষ দল মামলাটি তদন্ত করছেন। এছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ওই নারীদের মেডিকেল চেকআপ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :