গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার আগে হামাসের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন।
হামাস পলিটব্যুরোর প্রেস সেক্রেটারি তাহের আল-নুনু এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে।
সৌদি আরবের আল কাহেরা আল এখবারিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-নুনু বলেন, আমরা দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছি। গাজা চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই এই বৈঠক হয়েছে।
তবে কাতারে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য বা আলোচনা কখন শুরু হয়েছে, সেই সম্পর্কে কোনো বিবরণ দেননি আল-নুনু।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক তাদের আন্দোলন ‘কোনো সমস্যা দেখছে না’। কারণ, তারা বুঝতে পেরেছে ওয়াশিংটন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :